আড়াল বাজার, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নে অবস্থিত। প্রতি সোমবার এখানে হাট বসে।তবে সোমবার দিন ছাড়াও প্রতিদিন এই বাজার সরগরম থাকে। আশেপাশের গ্রাম যেমন,দক্ষিণগাঁও, চন্ডালহাতা,কামারগাঁও, কবিরের বাজার, তরগাঁও, বিহাইদর,মামরদী,মনোহরদী থেকে এই আড়াল বাজারে চলে আসে বাজার করার জন্য। ২০১৫ সালের পর থেকে বাজারটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে ফলে এখন বাজারটি বেশ জাকজমক হয়ে উঠে ।এই বাজারেই রয়েছে সনমানিয়া ইউনিয়নের পরিষদ ভবন ,ইউনিয়ন ভূমি অফিস সহ কয়েকটি ব্যাংক এবং বীমা অফিস। বাজারের পাশেই বয়ে চলেছে ব্রম্মপুত্র নদী।
Discover some of the most popular listings in Gazipur based on user reviews and ratings.