Adventure Travel

তরগাঁও বৈশাখী মেলা - একটি ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা

ঐতিহ্যবাহী তরগাঁও বৈশাখী মেলা,কাপাসিয়া,গাজীপুর

ব্রিটিশ আমল থেকে কাপাসয়িা উপজেলার শীতলক্ষ্যা নদীর পাড়ে তরগাঁও মেলা হয়ে আসছে প্রতি বৈশাখের মূলত ২য় দিন।

ঘুরি বিক্রেতা জনাব মোঃফিরোজ মিয়া (তরগাঁও) প্রায় ৪০ বছর যাবৎ তরগাও মেলায় ঘুড়ি বানিয়ে বিক্রি করে আসছেন।উনার ঘুড়ির সুনাম ও রয়েছে সবার কাছে। মেলার স্পেশাল আকর্ষণ জিলাপী। কিন্তু এবার জিলী দেখে এর সমালোচরা না করে পারা গেলো না।শুধু নামেই জিলাপী রং দিয়ে রাঙ্গানো জিলাপী,আসল স্বাদ ও চেহারা আর নেই।

সব মিলিয়ে তরগাঁও মেলা অসাধারণএকটি গ্রামীন মেলার উদাহরন। যদিও ডিজিটাল ছোঁয়ার ফলে অনেক কিছুই বদলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে পুরাতন ঐতিহ্য।



0 ( 0 Review )

Add a Review

Review rate
Add photo