গাজীপুর জেলার রাজবাড়ী মাঠে ঐতিহ্যবাহী রথযাত্রা ও রথমেলা
গাজীপুর জেলা সদরের রাজবাড়ী মাঠে ঐতিহ্যবাহী রথ উৎসবকে ঘিরে চলে প্রায় মাসব্যাপী জমজমাট রথমেলা ও রথউৎসব। আগন্তুক দর্শনার্থীদের উদ্যেশ্যে পাইকারি ও খুচরা বিক্রেতারা নানা ধরণের পসরা সাজিয়ে বসেন এই মেলা উপলক্ষে।
মেলায় শিশুদের খেলনা, মিষ্টির দোকান, তৈজষপত্র, আসবাবপত্রসহ নানা বাহারী সব জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানীরা। এছাড়াও মনোরঞ্জনের জন্য মেলায় এসেছে নাগরদোলা ও সার্কাস ইত্যাদি।
ঐতিহাসিকদের মতে, শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের স্মৃতিচারনে প্রতিবছর ২০ দিন ব্যাপী চলে এই রথযাত্রা ও রথমেলা।