Hossenpur হোসেনপুর Bazar in Kishoreganj

Overview

হোসেনপুর বাজার

কিশোরগঞ্জ থেকে দক্ষিণ-পশ্চিমে ব্রক্ষপুত্র নদের পাশে হোসেনপুর বাজারটি অবস্থিত। এ বাজারটির অনন্য বৈশিষ্ট হচ্ছে যে এখানে সড়ক পথে ও নদী পথে পণ্য আনা নেয়া করা যায় বলে সেখানে ক্রেতারা খুব কম মূল্যে মালামাল ক্রয় করতে পারে। স্থানীয় কৃষকেরা সেখানে নিজেদের উৎপন্ন করা পণ্য এখানে নিয়ে আসে কারণ এই বিষয়টি তাদের কাছে অনেক সহজ। স্থানীয় কৃষকদের দূরে যাওয়া অনেক কঠিন। যাই হোক এখানে ক্রেতারাও মালামাল কিনে বেশ স্বাচ্ছন্দ বোধ করেন। এ বাজারে উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে দেশী মুরগি হাঁস, কবুতর, ছাগল ও অন্যান্য তরিতরকারি আশে পাশের উপজেলা থেকে বিভিন্ন ধরনের পেশার মানুষ সস্থায় বাজার করার জন্য এখানে আসে। বাজারে আসা যাওয়ার যাতায়াত ব্যবস্থাও অত্যন্ত ভাল হওয়ায় বাইকার যারা তারাও সহজে এ বাজারের দিকে ছুটছে। বাজারে নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভাল হওয়ার কারনে সেখানে মানুষ অনায়াসে দেখার জন্যও আসতে পারে। তাই সার্বিক বিবেচনায় কিশোরগঞ্জ জেলায় এ বাজারটির গুরুত্ব অনেক।

বাজারের সুযোগ-সুবিধা

ভৌগোলিকগত দিক থেকে বাজারটির অনেক গুরুত্ব রয়েছে যার ফলে মানুষজন  এখানে ঘুরাফেরা করার জন্য দূর দূরান্ত থেকে আসে । তাদের গাড়ি বা বাইক রাখার জন্য সেখানে পর্যাপ্ত ব্যবস্থাও রয়েছে যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। এখানে ফরমালিনমুক্ত তরিতরকারি ও অন্যান্য ফলমূল পাওয়া যায়। সত্যিকার অর্থে ভ্রমণ পিপাসুদের জন্য এ বাজারটি নিঃসন্দেহে প্রথম সারির।

Amenities

Accepts Credit Cards
Bike Parking
Car Parking
Wireless Internet
ATM Booth
Banks
Hotels
Restaurants
Hospitals

Bazar Attribute

Weekly
Daily

Photo Gallery

Frequently Asked Questions

এ বাজারটি কিশোরগঞ্জ থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ১০/১২ কি. মি. দূরে।

দেশী মোরগ মুরগি, তরিতরকারি, গরু, ছাগল, মিষ্টি, কাপড় ইত্যাদি।

Popular Dokan/Stores at Hossenpur হোসেনপুর Bazar in Kishoreganj

0 ( 0 Review )

Add a Review

Overall Rating
Services
Hospitality
Pricing
Add photo

Location

Nearby Popular Haat Bazar

Discover some of the most popular listings in Kishoreganj based on user reviews and ratings.