রামপুর বাজারটি কিশোরগঞ্জ জেলার অর্ন্তগত হোসেনপুর উপজেলায় অবস্থিত এ বাজারটি কিশোরগঞ্জ শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি ও তরিতরকারি সরাসরি কৃষক তার জমি থেকে আমদানি করে থাকে, যার ফলে শহরের অনেক মানুষ এখানে আসে ফরমালিন মুক্ত বিভিন্ন ধরনের তরকারি ও ফলমূল কেনার জন্য। উল্লেখ্য যে এ বাজারের পার্শ্ববর্তী গ্রাম সমূহ যেমন আউলিয়াপাড়া, কুট্টাগড়, রামপুর, শাহেদল ও দাপুনিয়ায় অনেক উচু জমি রয়েছে এবং সেখানে প্রচুর বেগুন, কড়লা, জালিকুমড়া, মিষ্টিকুমড়া, আলু, লালশাক, টমেটু আর ও নানা ধরনের মৌসুমি সবজি উৎপন্ন হয় ফলে আশপাশের শহর যেমন কিশোরগঞ্জ শহর, ভৈরব শহর, পাকুন্দিয়া উপজেলা শহর, কটিয়াদী উপজেলা শহর, হোসেনপুর উপজেলা শহরসহ আর ও আশেপাশের অনেক শহর থেকে প্রতিদিন সকালবেলা মানুষজন আসে টাটকা তরিতরকারি কেনার জন্য।তাই বাজারটি মানুষের কাছে অনেক গুরুত্ব বহন করছে।
বাজারটির অনন্য বেশিষ্ট্য হচ্ছে ক্রেতা-বিক্রেতার সম্পর্ক কেননা এখানে ক্রেতা এসে যেমন সাশ্রয়ী মূল্যে বাজার করকে পারছে তেমনি বিক্রেতাও অল্প পরিশ্রমে তার ন্যায্য মূল্য পাচ্ছে, ফলে তা উভয়ের কাছে অনেক বেশি বৈশিষ্ট মন্ডিত হতে পারছে তা ছাড়া বাজার কমিটি সার্বিকভাবে ক্রেতা বিক্রেতার কোন সমস্যা হচ্ছে কিনা এ বিষয়টি নিয়ে সার্বিক ভাবে স্বজাগ দৃষ্টি রাখছে। বাজারটিতে মসজিদ, মাদরাসা, ব্যাংক ইত্যাদি থাকার ফলে এটি মানুষের কাছে আরও বেশি গুরুত্ব বহন করছে। বাজারে বাইক ও কার রাখার জন্য ব্যবস্থা রয়েছে।
এ বাজারে যেতে হলে কিশোরগঞ্জ শহর থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৫ কিমি যেতে হবে। তা ছাড়া সরাসরি অটো-রিকসা চলে যা দিয়ে খুব সহজে পাকা রাস্তা দিয়ে বাজারে যেতে পারেন।
ঢাকা মহাখালী থেকে কিশোরগঞ্জ এর বাসে করে কিশোরগঞ্জ জেলখানামোড় গিয়ে নেমে অটো রিকসা দিয়ে প্রায় ২.৫ কিমি দক্ষিণ-পশ্চিমে যেতে হবে।
Discover some of the most popular listings in Kishoreganj based on user reviews and ratings.