কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত শোলাকিয়া গরুর হাট একটি চমৎকার অবস্থানে আছে। শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে অবস্থিত এ হাটটিতে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার বাহিরেও নেত্রকোনা ও পার্শ্ববর্তি জেলা থেকে গরু আসে। এ হাটে ছোট-বড় ও মাঝারী সাইজের অনেক গরু পাওয়া যায়। এখানে ক্রেতা ও বিক্রেতারা বাজার কমিটি থেকে সমান সুযোগ পায় বলে অনেক মানুষ এখানে আসে। এখানে মানুষজন আসার পর তাদের থাকা খাওয়া ও গাড়ি পার্কিং এ কোন অসুবিধা হয়না কারণ বাইক থেকে শুরু করে সকল যানবাহন রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকেও বিভিন্ন সময়ে মানুষজন গরু ক্রয় করতে আসে কারণ ঢাকার বিভিন্ন হাটের তুলনায় সেখানে মানুষজন কমমূল্যে ভাল মানের গরু পায়। বিশেষত সেখানে কৃষকের গরু পাওয়া যায় বলে সে গরুগুলো প্রাকৃতিক খাবার খায় বলে গরুতে কোন ভেজাল পাওয়া যায়না। তাই মানুষজন এ বাজারটিকে পছন্দের শীর্ষে রাখে।
এ বাজারটি শহরে অবস্থিত হওয়ার কারনে সেখানে যাতায়াত ব্যবস্থা অনেক ভাল।আশেপাশে গ্রাম থাকার কারনে প্রাকৃতিক খাবার খাওয়া গরু পাওয়া যায় এবং গরু ক্রয়মূল্যও অনেক কম থাকে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা ও অনেক ভাল হওয়ার কারনে নিরাপদে ক্রেতারা গরু ক্রয় করতে পারে।
কিশোরগঞ্জ শহরে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশেই অবস্থিত।
ঢাকা থেকে মহাখালী অথবা গুলিস্থানে কিশোরগঞ্জ এর বাস রয়েছে যেমন যাতায়াত, অনন্যা ইত্যাদি বাস যোগে কিশোরগঞ্জ যাওয়ার পর শহরের একটু পূর্ব দিকে যেতে হয়।
Discover some of the most popular listings in Kishoreganj based on user reviews and ratings.