কিশোরগঞ্জ শহরের বাজার বাংলাদেশে একটি অন্যতম বাজার। এ বাজারের অন্যতম বৈশিষ্ট হলো এখানে সকল ধরনের মালামাল পাওয়া যায়। বাজারে আলাদা আলাদা সেকশন রয়েছে এবং প্রত্যেক সেকশনে পর্যাপ্ত জায়গা এবং সংশ্লিষ্ট মালামাল পর্যাপ্ত রয়েছে। যেমন ঈশাখা রোডে শুধু কাপড়, এখানে সকল বয়সের নারী পুরুষের জন্য শুধু কাপড় আর কাপড় রয়েছে এ ছাড়া জুতাও পাশাপাশি পাওয়া যায়। গৌরঙ্গ বাজারে প্রায় সকল দোকান গুলোতে ইলেকট্রনিক্স যত পণ্য রয়েছে সব পাওয়া যায়। যেমন ঘড়ি, লাইট, ক্যালকুলেটর এ ধরনের সকল পণ্যই বিক্রি হয়। শহিদী মসজিদ এলাকায় বৈদ্যুতিক সকল উপকরণ পাওয়া যায় এবং সেখানে বইয়ের লাইব্রেরীও রয়েছে সদর হসপিটাল রোডে কাঁচা বাজার ও মাছ পাওয়া যায়। বড় বাজারে মুদি সকল আইটেম পাওয়া যায়। তাই কিশোরগঞ্জ শহরে যার যা প্রয়োজন সে তার চাহিদা অনুযায়ী সকল কিছু খোজে পাবে। বাজারে গ্রাম থেকে সকল তরকারি সবজি মুরগি এবং অন্যান্য খাবার আইটেম আসে বলে এগুলো থাকে বিশুদ্ধ এবং ফরমালিন মুক্ত। অন্যান্য আইটেম পাইকারী মূল্যে পাওয়া যায় বলে মানুষের পছন্দের শীর্ষে এ বাজারের অবস্থান।
বাজারটি সাধারণ মানুষের জন্য অনেক নিরাপদ এবং গাড়ি ও কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে তাই দূর দূরান্ত থেকে মানুষজন এ বাজারে আসে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য। বাজার কমিটি ও বেশ আন্তরিক তাই মানুষেরা এ বাজারে এসে তাদের পছন্দের জিনিস সহজে কিনতে পারে । এ বাজারে পাশে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ হওয়াতে বহু পর্যটক এখানে আসে ঈদগাহ মাঠ দেখার জন্য এবং এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায়।
Discover some of the most popular listings in Kishoreganj based on user reviews and ratings.